পগার পার
নারায়ণ চন্দ্র মাহাত
আইজকে আছি
পর পিঁদাড়ে
কাইলকে কুথা যাই
আইজ গিললি
শাগে মাড়ে
কাইল জুটে ন নাই।
কখন জুটে কখন
নাই
ধার উধার সার
সউব বিলহালি
পরের তরে
বম ফৈকরা চার।
অহর পহর লহরবহর
হিয়ালদীর সুর
হেন ঠক ঠক
তেন ঠক ঠক
যাব মধুপুর।
ঢন ঢন ঢন ঢনকিব
নাই
চমকিব নাই আর
ধর ধর ধর ধর
ধরাধর
পাইরা পগার পার।।
0 মন্তব্যসমূহ