Header Ads Widget

WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা ** WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা **

ticker

6/recent/ticker-posts

চর্যাপদ - ৭

 

চর্যাপদ :: পদকর্তা কাহ্নুপাদ

(রাগ  পটমঞ্জরী)

মূল পদ

আলিএঁ কালিএঁ বাট রুন্ধেলা।

তা দেখি কাহ্নু বিমন ভইলা।।

কাহ্নু কহিঁ গই করিব নিবাস।

জো মন গোঅর সো উআস।।

তে তিনি তে তিনি তিনি হো ভিন্না।

ভনই কাহ্নু ভবপরিচ্ছিন্না।।

যে যে আইলা তে তে গেলা।

অবনাগবণে কাহ্নু বিমন ভইলা।।

হেরি সে কাহ্নু নিঅড়ি জিনউর বট্টই।

ভনই কাহ্নু মো হিঅহি ন পইসই।।

ভাবানুবাদ

আলিতে কালিতে বাট অবরুদ্ধ কৈল।

তাহা দেখি কানুপাদ বিমন হইল।।

কানু তুই কোথা গিয়ে করিবি নিবাস?

যারা মনগোচর তারাই উদাস।।

তারা তিন তারা তিন তিন হয় ভিন্ন।

কানু ভণে মোরা হই ভব পরিচ্ছিন্ন।।

যারা যারা এসেছিল তারা তারা গেল।

গমনাগমনে কানু বিমন হইল।।

কানুর নিকটে আছে জিনপুর হেরি।

কানু ভণে মোহ হেতু প্রবেশিতে নারী।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ