Header Ads Widget

WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা ** WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা **

ticker

6/recent/ticker-posts

শ্রীরামপুর মিশন ও বাংলা গদ্য চর্চা - সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর (পর্ব - ২)

 শ্রীরামপুর মিশন ও বাংলা গদ্য চর্চা - সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর (পর্ব - ২)


 

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতক সাম্মনিক পাঠক্রমের তৃতীয় পাঠ পর্যায়ের কোর কোর্স- ৫ (উনিশ-বিশ শতকের প্রবন্ধ ও কাব্য সাহিত্যের ইতিহাস এবং আখ্যান সাহিত্য  পাঠ) এবং তৃতীয় পাঠ পর্যায়ের কোর্স - ১ জেনেরিক বাংলা (বাংলা প্রবন্ধ ও কথাসাহিত্যের ধারা এবং প্রবন্ধ পাঠ)-এর জন্য নির্বাচিত শ্রীরামপুর মিশন পাঠ্য তালিকায় রয়েছে।

(Course/ Study Material for BENGALI Honours - 3rd Semester, Core Course-5 & BENGALI Generic (GE-3) - 3rd Semester, Course-1)  

         প্রশ্ন – সংস্কৃত ব্যাকরণ কার রচনা? এটি কোন ভাষায় রচিত? গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল?
         উত্তর – সংস্কৃত ব্যাকরণ কেরী সাহেবের রচনা। এটি ইংরেজি ভাষায় রচিত। গ্রন্থটি ১৮০৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।
         প্রশ্ন – ব্যোপদেবের মুগ্ধবোধ কার সম্পাদনায়, কবে প্রকাশিত হয়?   
         উত্তর – ব্যোপদেবের মুগ্ধবোধ উইলিয়ম কেরীর সম্পাদনায় ১৮০৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?  
         প্রশ্ন – উইলিয়ম কেরী রচিত কয়েকটি গ্রন্থের নাম ও প্রকাশসাল লেখো।
         উত্তর – উইলিয়ম কেরী রচিত কয়েকটি গ্রন্থের নাম ও প্রকাশসাল হল -
(১) মঙ্গল সমাচার মতিউর রচিত – ১৮০০
(২) নিউ টেস্টামেন্ট (সমগ্র অংশ) – ১৮০১
(৩) ওল্ড টেস্টামেন্ট (প্রথম অংশ) – ১৮০১
(৪) বাইবেলের অনুবাদ (ধর্মপুস্তক) – ১৮০৯
         প্রশ্ন – ১৮১৮ খ্রিস্টাব্দের পূর্বে মিশন থেকে মোট কতগুলি পুস্তক প্রকাশ করা হয় ও কত পরিমাণ  কপি বিতরণ করা হয়েছিল?
         উত্তর – ১৮১৮ খ্রিস্টাব্দের পূর্বে ৮০টি পুস্তক ও সাত লক্ষ কপি বিতরণ করা হয়েছিল।
         প্রশ্ন – ভারতবর্ষের ইতিহাস কার রচনা? এটি কবে প্রকাশিত হয়?
         উত্তর – ভারতবর্ষের ইতিহাস  (২ খণ্ড) – ক্লার্ক মার্শম্যান-এর রচনা। গ্রন্থটি ১৮৩১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।
         প্রশ্ন – পুরাবৃত্তের সংক্ষেপ বিবরণ সংকলন কার রচনা? এটি কবে প্রকাশিত হয়েছিল?
         উত্তর – পুরাবৃত্তের সংক্ষেপ বিবরণ সংকলন ক্লার্ক মার্শম্যান-এর রচনা।  এটি ১৮৩৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।
         প্রশ্ন – বাঙ্গালার ইতিহাস কার রচনা? এটি কবে প্রকাশিত হয়?
         উত্তর – বাঙ্গালার ইতিহাস মার্শম্যান-এর রচনা। এটি ১৮৪৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।
         প্রশ্ন – ব্রিটিশ দেশীয় বিবরণ সঞ্চয় কার রচনা? এটি কবে প্রকাশিত হয়?
         উত্তর – ব্রিটিশ দেশীয় বিবরণ সঞ্চয় ফেলিক্স কেরীর রচনা। এটি ১৮২০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। (পরবর্তী পর্বে সমাপ্য...) 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ