ছিন্নপত্র-৪৯ - রবীন্দ্রনাথ ঠাকুর
ছিন্নপত্র – ৪৯
এখানে রাত্রে কোন গির্জ্জের ঘড়িতে ঘণ্টা
বাজে না – এবং কাছাকাছি কোন লোকালয় না থাকাতে পাখীরা গান বন্ধ করবামাত্রই সন্ধ্যার
পর থেকে একেবারে পরিপূর্ণ নিস্তব্ধতা আরম্ভ হয়। প্রথম রাত্রি এবং অর্দ্ধরাত্রে বিশেষ
কোন প্রভেদ নেই। …
ছিন্নপত্র – ৪৯ সংখ্যক পত্রটি পিডিএফ ডাউনলোড
করতে এখানে ক্লিক করুন।
(বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতক সাম্মনিক CBCS (Semester-5) পঞ্চম পাঠ পর্যায় Discipline Specefic Elective (DSE) বিভাগ - খ (Group-B) কোর্স-১ (DSE-1) -এর জন্য নির্ধারিত পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ছিন্নপত্র' পাঠ্য হিসেবে রয়েছে।)
0 মন্তব্যসমূহ