ছিন্নপত্র-৯২ - রবীন্দ্রনাথ ঠাকুর
ছিন্নপত্র – ৯২
আজকাল কবিতা লেখাটা আমার পক্ষে যেন একটা
গোপননিষিদ্ধ সুখসম্ভোগের মত হয়ে পড়েচে – এদিকে আগামী মাসের সাধনার জন্যে একটি লাইন
লেখা হয়নি, ওদিকে মধ্যে মধ্যে সম্পাদকের তাড়া আসচে, অনতিদূরে আশ্বিনকার্ত্তিকের যুগল
সাধনা রিক্ত হস্তে আমার মুখের দিকে তাকিয়ে ভর্ৎসনা করচে, আর আমি আমার কবিতার অন্তঃপুরে
পালিয়ে পালিয়ে আশ্রয় নিচ্চি। …
ছিন্নপত্র – ৯২ সংখ্যক পত্রটি পিডিএফ ডাউনলোড
করতে এখানে ক্লিক করুন।
(বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতক সাম্মনিক CBCS (Semester-5) পঞ্চম পাঠ পর্যায় Discipline Specefic Elective (DSE) বিভাগ - খ (Group-B) কোর্স-১ (DSE-1) -এর জন্য নির্ধারিত পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ছিন্নপত্র' পাঠ্য হিসেবে রয়েছে।)
0 মন্তব্যসমূহ