বর্ণনামূলক দৃষ্টিভঙ্গী থেকে লোক-সাহিত্যের ভাষাকেই ‘লোকভাষা’ বলা হয়ে থাকে । এ ভাষা সাধু নয়, মান্য চলিতও পুরোপুরি নয়, কোনো একটি বিশেষ আঞ্চলিক উপভাষাও নয় । সাধারণ ভাবে বাংলা লোককথা, লোকগাথা,ছেলেভুলানো ছড়া, ব্রতকথা, আউল-বাউলের গান প্রভৃতি রচনার মধ্যে লোকভাষার নিদর্শন মেলে । এই লোকভাষা হল পুরোপুরি গ্রামীন ভাষা, যা নাগরিক, মার্জিত বা পরিশীলিত নয় । লোকভাষার এই নোটসটি পিডিএফ ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন।
কে সেই নারী - ভোলানাথ মাহাত
-
*ছোটগল্প : কে সেই নারী*
*লিখেছেন: ভোলানাথ মাহাত*
“আপনি ভুল করছেন, আমি মহুয়া নই।”
এক ফাগুনের ক্লান্ত ভোরে যখন কোকিল অচঞ্চল বেগে তার নিজস্বতা বজায় রেখে চলেছে...
0 মন্তব্যসমূহ