Header Ads Widget

WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা ** WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা **

ticker

6/recent/ticker-posts

পথের পাঁচালী - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

 পথের পাঁচালী
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও অনন্যসাধারণ প্রতিভার অধিকারী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি ১৯৮৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর নদীয়া জেলার কাঁচড়াপাড়ার কাছে ঘোষপুর মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মহানন্দ এবং মাতার নাম মৃণালিনী দেবী। লেখকের পৈতৃক বাসস্থান ছিল ২৪ পরগণা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত ব্যারাকপুর গ্রামে। অসামান্য প্রতিভার অধিকারী ও জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক বিভূতিভূষণের সর্বশ্রেষ্ঠ উপন্যাস পথের পাঁচালী। ১৯২৯-এ তিনি এই উপন্যাসটি প্রকাশিত হয়। ‘বিচিত্রা’ পত্রিকাতে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এই উপন্যাস প্রসঙ্গে ড শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ইহার মৌলিকতা ও সরস নবীনতা বঙ্গ-উপন্যাসের গতানুগতিশীলতার মধ্যে একটি পরম বিস্ময়াবহ আবির্ভাব। অপুর  ন্যায় জীবন্ত ও পুঙ্খানুপুঙ্খরূপে চিত্রিত চরিত্র বাংলা উপন্যাস-সাহিত্যে আর দ্বিতীয় নাই।” এই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন যা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে। ‘পথের পাঁচালী’ উপন্যাস মোট তিনটি খণ্ডে বিভক্ত। যথা – (১) বল্লালী বলাই, (২) আম আঁটির ভেঁপু, এবং (৩) অক্রূর সংবাদ।

পথের পাঁচালী সম্পূর্ণ উপন্যাসটির পিডিএফ ডাউনলোড করতে হলে এখানে ক্লিককরুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ