বৈষ্ণব সমাজে মালাধর বসু সু-সম্মানিত ও সুপরিচিত কবি। কবির
আত্মপরিচয় সম্বন্ধে বিশেষ তথ্য পাওয়া যায় না। কবির জন্ম বর্ধমান জেলার কুলীন
গ্রামে। তাঁর পিতার নাম ভগীরথ, মাতা ইন্দুমতী, পুত্রের নাম সত্যরাজ খান এবং পৌত্র
রামানন্দ। এই রামানন্দ শ্রীচৈতন্যের একজন প্রিয় ভক্ত এবং পার্ষদ ছিলেন। গবেষকদের
মতে, কবি পঞ্চদশ শতাব্দীর তৃতীয়-চতুর্থ দশকের কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেছিলেন।
মালাধর
বসুর ‘শ্রীকৃষ্ণবিজয়’ অত্যন্ত সুললিত কাব্য। এটি ‘গোবিন্দবিজয়’ বা ‘গোবিন্দমঙ্গল’
নামেও পরিচিত। শ্রীমদ্ভাগবতের দশম ও একাদশ স্কন্ধ অবলম্বন করে কবি ১৪৭৩-৭৪ থেকে
১৪৮০-৮১ খ্রিস্টাব্দের মধ্যে তাঁর এই কাব্য রচনা করেন। গ্রন্থরচনার কালজ্ঞাপক
শ্লোকে তিনি লিখেছেন –
“তেরশ পঁচানই শকে গ্রন্থ আরম্ভণ।
চতুর্দশ দুই শকে হৈল সমাপন।।”
আলোচনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইউটিউব লিংক থেকে।
0 মন্তব্যসমূহ