পারা না
পারার গান
ফটিক ঘোষ
পাহাড়ের
বুকে ঝর্ণার নাচ দেখেছ কি?
ঘন অরণ্যে
জোছনার ছাপ দেখেছ কি?
দেখেছ
কেমন বর্ষা নামে অরণ্য পাহাড় জুড়ে
দেখেছ
কখনও মায়াবী দিগন্ত আঁচল পেতেছে দূরে?
দেখনি তোমরা
দেখনি
দেখেছ কেবল
সরণীর ধারে ভোগ্যপণ্যের হাতছানি।
শুনেছ
কখনও বিশ্বজুড়ে লক্ষ মুসলমান?
দরাজ গলায়
নিত্য গেয়েছে অসাম্প্রদায়িক গান?
জাত্যাভিমান
কেড়ে নিল যে হাজার কচি প্রাণ?
সেও কি ছিলনা
এই মৃত্তিকার অমূল্য সব দান?
শোননি তোমরা
শোননি
শুনেছ কেবল
মৌলবাদের হুহুঙ্কার পদধ্বনি!
ভেবেছ কখনও
দুনিয়াটাকে করা যায় মা’র কোল।
ধনধান্যের
পুষ্পের ভাগে যেন মা’র আঁচল।
ভেবেছ
কখনও তার জন্য চাই এক কঠিন কুঠারাঘাত
যার মাধ্যমে
মিশে যাবে শ্রেণী কুল জাতপাত!
ভাবনি তোমরা
ভাবনি
পশুর মত
বহন করেছে ঘৃণা ও জীবন গ্লানি।
নাসারন্ধ্র
দেয়নি কি ভরে ভোরের তপ্ত শিউলি
কানে সুর
দেয়নি কি ঢেলে পাখির কলকাকলি?
বিপদের বেলা
পাওনি কখনো মানুষের বাড়ানো হাত?
একসাথে বাঁচার
একটি পলকে কাটেনি আঁধার রাত?
বোঝনি তোমরা
বোঝনি
ইচ্ছে করলে
মানুষই পারে গড়তে মেদুর ধরণী।
0 মন্তব্যসমূহ