Header Ads Widget

WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা ** WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা **

ticker

6/recent/ticker-posts

চণ্ডীমঙ্গল কাব্য - মুকুন্দরাম চক্রবর্তী

 

চণ্ডীমঙ্গল কাব্য
মুকুন্দরাম চক্রবর্তী
(পর্ব -১) 



আত্মপরিচয়

কুলে শীলে নিরবধ্য   কায়স্থ ব্রাহ্মণ বৈদ্য

দামিন্যাটি সজ্জন প্রধান।

অতিশয় গুণ বাড়া    সুধন্য দক্ষিণ রাড়া

সুপণ্ডিত সুকবি সমান।।

ধন্য ধন্য কলিকালে    রত্নানু নদের কুলে

আবতার করিলা শঙ্কর।

ধরি চক্রাদিত্য নাম    দামিন্যা করিলা ধাম

তীর্থ কৈলা সেই সে নগর।।

বুঝিয়া তোমার তত্ত্ব    দেউল দিল ধূসদত্ত

তকাল তথাই বেহার।।

কে বুঝে তোমার মায়া        সুরকুল তেয়াগিয়া

চলদলে করিলা সঞ্চার।।

গঙ্গাসম সুনির্মল       তোমার চরণজল  

পান কৈলা শিশুকাল হৈতে।

সেই সে পুণ্যের ফলে         কবি হই শিশুকালে

রচিলাঙ তোমার সঙ্গীতে।।

হরি নন্দী ভাগ্যবান    শিবে দিলা ভূমিদান

মাধব ওঝা ধামাদি করণী।

দামুন্যর লোক যত     শিবের চরণে রত

সেই পুরী সজ্জনবসতি।।

পাষণ্ড কুলের অরি     প্রীয়মন্ত অধিকারী

কল্পতরু নাগ উমাপতি।

অশেষ পুণ্যের কন্দ    নাগ ঋষি সর্বানন্দ

সেই পুরী সজ্জনবসতি।।

কাঁটাদিয়া বন্দীঘাটী   বেদান্ত নিগম পাটী

ঈশান পণ্ডিত মহাশয়।

ধন্য ধন্য পুরবাসী    বন্দ্য সে বাঙাগালপাসী

লোকনাথ মিশ্র ধনঞ্জয়।।

কাঞ্ছাড়ি কুলের সার   মহামিশ্র অলঙ্কার

শব্দকোষ কাব্যের নিধাম।

কয়্যড়ি কুলের রাজা  সুকৃতি তপন ওঝা

তস্য সুত উমাপতি নাম।।

তনয় মাধব শর্মা       সুকৃতি সকৃতকর্মা

 তার নয় তনয় সোদর।

উদ্ধারণ পুরন্দর      নিত্যানন্দ সুরেশ্বর   

বাসুদেব মহেশ সাগর।।

গর্ভেশ্বর অনুজাত      মিশ্রনাথ জগন্নাথ

একভাবে সেবিলা শঙ্কর।

বিশেষ পুণ্যের ধাম   গুণীরাজ মিশ্র নাম

কবিচন্দ্র তার বংশধর ।।

অনুজ মুকুন্দ শর্মা      সুকবি সুকৃতকর্মা

নানা শাস্ত্র মিশ্রয় বিদ্বান।

শিবরম বংশধর       কৃপা কর মহেশ্বর

রক্ষ পুত্রে পৌত্রে ত্রিনয়ান।।

[ক্রমশ: ... পরের পর্বে গ্রন্থোৎপত্তির কারণ] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ