Header Ads Widget

WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা ** WELCOME! ** 100% MOBILE FRIENDLY ONLINE EDUCATIONAL BLOG ** বাংলা সাহিত্য চর্চা **

ticker

6/recent/ticker-posts

চণ্ডীমঙ্গল কাব্য (পর্ব-২) - মুকুন্দরাম চক্রবর্তী

 

চণ্ডীমঙ্গল কাব্য

মুকুন্দরাম চক্রবর্তী

(২য় পর্ব) 



গ্ৰন্থ উৎপত্তির কারণ

শুন ভায়্যা সভাজন     কবিত্বের বিব

এই গীত হইল যেমতে।

উরিয়া মায়ের বেশে   কবির শিয়র-দেশে

 চণ্ডিকা বসিলা আচম্বিতে।।

সহর সিলিমাবাজ      তাহাতে সজ্জন-রাজ

নিবসে নিয়োগী গোপীনাথ।

তাহার তালুকে বসি    দামিন্যায় চাষ চষি

নিবাস পুরুষ ছয় সাত।।

ধন্য রাজা মানসিংহ    বিষ্ণুপদাম্বুজ ভৃঙ্গ

 গৌড়-বঙ্গ-উৎকল অধিপ।

যে মানসিংহের কালে        প্রজার পাপের ফলে।

ডিহিদার মামুদ সরিপ ৷৷

উজির হল রায়জাদা   বেপারিয়ে দেয় খেদা

ব্রাহ্মবৈষ্ণবের হল্য অরি।

মাপে কোণে দিয়া দড়া       পনর কাঠায় কুড়া

নাহি শুনে প্রজার গোহারি।।

সরকার হইলা কাল    খিলভুমি লেখে লাল

বিনা উপকারে খায় ধুতি।

পোদ্দার হল্য যম      টাকা আড়াই আনা কম  

পাই লভ্য লয় দিন প্রতি।

ডিহিদার অবোখো        কড়ি দিলে নাহি রো

ধান্য গরু কেহ নাহি কেনে।

প্রভূ গোপীনাথ নন্দী         বিপাকে হইলা বন্দী

হেতু কিছু নাহি পরিত্রাণে।।

পেয়াদা সবার কাছে          প্রজারা পালায় পাছে

দুয়ার চাপিয়া দেয় থানা ।

প্রজা হইল ব্যাকুলি    বেচে ঘরের কুড়ালি

টাকার দ্রব্য বেচে দশ আনা।

সহায় শ্ৰীমন্ত খাঁ      চণ্ডীবাটী যার গাঁ

যুক্তি কৈল মুনিব খাঁর সনে।

দামুন্যা ছাড়িয়া যাই    সঙ্গে মানাথ ভাই

পথে চণ্ডী দিলা দরশনে।।

ভেঠনায় উপনীত      রূপ রায় নিল বিত্ত

যদু কুন্ডু তিলি কৈল রক্ষা।

দিয়া আপনার ঘর     নিবারণ কৈল

দিবস তিনের দিল ভিক্ষা।।

বহিয়া গোড়াই নদী    সদাই স্মরিয়ে বিধি

তেউট্যায় হইলু উপনীত।

দারুকেশ্বর তরি      পাইল বাতন গিরি  

গঙ্গাদাস বড় কৈলা হিত।

নারায়ণ পরাশর       এড়াইল দামোদর

উপনীত কুচট্যা নগরে।

তৈল বিনা কৈলুঁ স্নান  করিলু উদক পান

শিশু কাঁদে ওদনের তরে।।

আশ্র পুখরি আড়া    নৈবেদ্য শালুক পোড়া

পূজা কৈনু কুমুদ প্রসূনে।।

ক্ষুধা ভয় পরিশ্রমে    নিদ্রা যাই সেই ধামে

চণ্ডী দেখা দিলেন স্বপনে।।

হাতে লইয়া পত্র মসী  আপনি কলমে বসি

নানা ছন্দে লিখেন কবিত্ব।

যেই মন্ত্র দিল দীক্ষা    সেই মন্ত্র করি শিক্ষা

মহামন্ত্র জপি নিত্য নিত্য।।

দেবী চণ্ডী মহামায়া     দিলেন চরণ ছায়া

আজ্ঞা দিলেন রচিতে সঙ্গীত।

চণ্ডীর আদেশ পাই     শিলাই বাহিয়া যাই

আড়রায় হইলু উপনীত।।

আড়রা ব্রাহ্মণ ভূমি    ব্রাহ্মণ যাহার স্বামী

নরপতি ব্যাসের সমান।

পড়িয়া কবিত্ব বাণী    সম্ভাষিনু নৃপমণি

পাঁচ আড়া মাপি দিলা ধান।।

সুধন্য বাঁকুড়া রায়     ভাঙ্গিল সকল দায়

শিশুপাছে কৈল নিয়োজিত।

তার সুত রঘুনাথ     রাজগুণে অবদাত

গুরু করি করিল পূজিত।।

সঙ্গে দামোদর নন্দী    যে জানে স্বরূপ সন্ধি

অনুদিন করিত যতন।

নিত্য দেন অনুমতি    রঘুনাথ নরপতি

গায়নেরে দিলেন ভূষণ।।

বীরমাধবের সুত      রূপে গুণে অদ্ভুত

বীর বাঁকুড়া ভাগ্যবান।

তার সূত রঘুনাথ     রাজগুণে অবদাত

শ্রীকবিকঙ্কণে রস গান।।

(ক্রমশ ...) 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ